‘আইন সহায়তা সেল’ এর আহবায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আজ নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর ‘আইন সহায়তা সেল’ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র আইনজীবী জেলা পিপি এড. মোজাফফর হোসেনের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, জেলা নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, সাধারণ সম্পাদক এড. জোছনারা খাতুন, বার কাউন্সিল সদস্য এড. একরামুল হক,মহানগর পিপি এড.মোসাব্বিরুল ইসলাম, মহানগর অতিরিক্ত পিপি এড.শিরাজী শওকত সালেহীন এলেন, বিশেষ পিপি এড.রাশেদুন নবী আহসান, বিশেষ পিপি এড. শামসুর নাহার মুক্তি, বিশেষ পিপি জহিরুল ইসলাম প্রমুখ।
অতিরিক্ত জিপি এড. শামীম আক্তার হৃদয় কে আহবায়ক, এড মাজেদুল করিম শিবলীকে যুগ্ম আহবায়ক এবং এড. জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আইন সহায়তা সেল এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি