সংবাদ শিরোনাম ::
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে ৩ কিশোর নিখোঁজ
খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০৪:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের উদ্ধারে নামে।
এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেছেন নিখোঁজ কিশোরদের স্বজনরা; কান্নায় ভেঙে পড়েছেন তারা। তবে কিছুক্ষণ চেষ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা হারিয়ে যাওয়া তিনজনকে খুঁজে পেয়েছে। তারা হলেন যুবরাজ, নুরুজ্জামান ও আরিফ। তারা প্রত্যেকে কাটাখালি পৌরসভার বাঘরাবাজ দক্ষিণ পাড়া।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি