ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের ছুরিঘাতে ওয়ার্কশপ শ্রমিক হত্যায় প্রধান আসামীক গ্রেফতার -১

- আপডেট সময় : ০৫:১৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের ছুরিঘাতে ওয়ার্কশপ শ্রমিক হত্যায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব -৫।
গতকাল ১২ মে ( সোমবার) সন্ধ্যায় ৭ টায় রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ বছরের ওয়ার্কশপ শ্রমিকে হত্যায় প্রধান আসামী মো: ইসমাইল বেপারী (১৮), পিতা – আওয়াল বেপারী সাং- মিয়াপাড়া, থানা – ভাঙ্গা, জেলা – ফরিদপুর থেকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত মোবাইল -১, সিমকার্ড- ১ উদ্ধার করে।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিমদের সাথে আধিপত্য বিস্তার, বট গাছের জট কাটা নিয়ে এবং পূর্বে শত্রুতা চলে আসছিলো। এরই ধারাবাহিকতায়, ১০/০৫/২৫ তারিখে রাত্রি আনুমানিক ৮ টার সময় নিহত ভিকটিম ইয়াসিন খালাসী ( ১৬) বাড়িতে থাকাকালীন হঠাৎ অদ্য গ্রেফতারকৃত ০৯ আসামী ইসমাইল বেপারী ভিকটিমকে মোবাইল ফোনে বাড়ির পাশে ধান খেতে ডেকে নিয়ে যায়। উক্ত স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপরআসামীর থাকে থাকা ধারালো রামদা,চাকু,লোহার রড,লোহার হাঁতুড়ি আরও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ঘিরে ধোরে গালিগালাজ করতে থাকে।
ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে ১ নং আসামী হুকুমে ২ নং আসামী ও ৯ নং আসামী পেটে চাকু মেরে পেটের ভূড়ি বের করে দেয় । আপর আসামী লোহার রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত কাটা জখম করে।
ধৃত আসামী মৃত্যু নিশ্চিত করার জন্য কিল-ঘুষি ও এলোপাথাড়ি লাথি মারে ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে নিহত ভিকটিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ককর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আআশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
উক্ত নারকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। মর্মান্তিক এ ঘটনায় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াতেও ব্যাপকভাবে সারা ফেলে। এ ঘটনায় নিহত ভিকটিমের পিতা বাদি ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামিদের ধরার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহ র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা সংস্থা নজরধারী বৃদ্ধি করে।
আসামিরা নিজেদেরকে সুকৌশলে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে রাখে। আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকায় মানববন্ধন ও সাধারণের ব্যাপক বিক্ষোভ হয়।
আসামীদের গ্রেফতারের র্যাব – ৫ এর সিপিএসসির একটি চৌকষ অভিনব কায়দায় অভিযান পরিচালনা করে গতকাল রাত ৮ টায় রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকা থেকে উক্ত নরকীয় হত্যাকান্ড আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।
উক্ত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।