প্রথম আদিবাসী পরিচালক হলেন হরেন্দ্রোনাথ সিং
- আপডেট সময় : ০৫:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির নতুন পরিচালক হলেন হরেন্দ্রনাথ সিং। গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ০২ (দুই) বছর মেয়াদে “রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি”-এর পরিচালক পদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রথম আদিবাসী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।
প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার ( ৩ডিসেম্বর ২০২৪) থেকে তিনি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির দায়িত্ব গ্রহণ করে যোগদান করেন।
নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, বিজয়ের আনন্দ সবসময় ক্ষণস্থায়ী আর পরাজয় গ্লানি চিরস্থায়ী। এই বিজয় আমার বিজয় না পুরো জাতির বিজয়।
পরিচালক প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ২০০৩সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পরেও এখানে আসতে ২১বছর সময় লাগলো। এখন আদিবাসীরা তাদের অধিকার পেলো। জাতিভেদ বাদ দিয়ে সম্প্রীতির মিলন বন্ধনে এক হয়ে পথ চলবো জাতির উন্নয়নে।
প্রসঙ্গত, হরেন্দ্রনাথ সিং আদিবাসীদের গানের দল ‘মাদল’ এর সহ-প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।
একই সাথে তিনি আদিবাসীদের অধিকার লড়াই সংগ্রামের সবচেয়ে বড় সংগঠন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি