নিরাপত্তা চাইতে গিয়ে ভবানীগঞ্জ সাবেক পৌর মেয়র আব্দুল মালেক নিজেই আটক
- আপডেট সময় : ০৫:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাগমারার ভবানীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আব্দুল মালেক কে আটক করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে।
তবে সুত্র বলছে, গতকাল সোমবার আব্দুল মালেক নিজেই রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে নিজেই গিয়েছিলেন বিভিন্ন অভিযোগ জানাতে।
অভিযোগের মধ্যে সাবেক মেয়রের কাছে অনৈতিক চাঁদা দাবি, মার ধরের হুমকি ধামকি, নিরাপত্তা চাওয়া সহ আরও অনেক বিষয়ে। প্রথমে বিষয়গুলো নিয়ে স্থানীয় বাগমারা থানায় যান তিনি, সেখান থেকে তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে যেতে পরামর্শ দেয়া হয়, পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়। এখন পর্যন্ত আব্দুল মালেক জেলা ডিবি পুলিশের হেফাজতে আছেন।
তবে তিনি গ্রেফতার হয়েছেন কিনা জানতে চাইেলে জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম বলেন এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক আছে পরে গ্রেপ্তার হতে পারেন। ভবানীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আব্দুল মালেক এ নিয়ে ২য় বার পৌরসভাটির মেয়র হয়েছিলেন। ৫ আগস্টের পরে আন্তবর্তীকালীন সরকার তাকে মেয়র পদ থেকে অপসারণ করেন। তিনি স্থানীয় তিন বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হকের নিকট আত্মীয় ছিলেন।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি