তীব্র তাপদাহে সাধারণ মানুষকে একটু তৃপ্তি দিতে ব্যতিক্রমি আয়োজন
- আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
“নগর যুব কাউন্সিল নেটওয়ার্ক ” স্থানীয় সরকার মন্ত্রণালয় তত্ত্বাবধানে রাজশাহী সিটি করপোরেশনে অধীনে পরিচালিত একটি কাউন্সিল। রাসিক মেয়রের পরামর্শে নগরীর তরুণ-তরুণীদের উন্নয়নে কাজ করে থাকেন।
আজ রবিবার (৫ মে ) নগর যুব কাউন্সিলরদের উদ্যোগে কামরুজ্জামান উদ্যানের সামনে তীব্র তাপদাহে সাধারণ মানুষকে একটু তৃপ্তি প্রদানের লক্ষ্যে বিনামূল্য শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর ২,৩,৪,৫ ও ৭ নং ওর্য়াড কাউন্সিলর মোসা:শিউলি, সেবুন নেসা,আলফাতুন নেছা, সুলতানা আহমেদ সাগরিকা ও মোহা: কামরুজ্জামান কামরু ।
এই কর্মসূচির বিষয়ে যুব কাউন্সিল নেটওয়ার্কের সেক্রেটারি ডা :আবিদ বলেন ,” তীব্র তাপদাহে অতিষ্ট নগরবাসীকে কিছুটা তৃপ্তি দেওয়ায় আমাদের লক্ষ। নগরীর ও নগরবাসীর উন্নয়নে নগর যুব কাউন্সিলর সর্বদা পাশে আছে।”
প্রসঙ্গনিউজ২৪/জে.সি