রাজশাহীর মোহনপুর উপজেলার নঁওগা গ্রামে আজ মুঙ্গলবার বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে
চিরায়ত নিয়ম মেনে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে
- আপডেট সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার নঁওগা গ্রামে আজ মুঙ্গলবার বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে । সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রামের কয়েটি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে ব্যাঙের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে দুপরে ছিল খাওয়াদাওয়ার আয়োজন।
মোহনপুর উপজেলার নওগাঁ গ্রামের শিশির,সবিজ, স্বপন ও মমেনা উদ্যোগে এই ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহীর মেহনপুরে টানা ২৫ দিন বলতে গেলে বৃষ্টিই হয়নি। এ অবস্থায় তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। গতকাল তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তার আগের দুই দিন ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ অনেকটা দিশাহারা হয়ে পড়েছেন।
এই আয়োজনের সঙ্গে ছিলেন নওগাঁ গ্রামের একদল শিশু- কিশর তাঁরা নেচে-গেয়ে রং মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান। এরই মধ্যে ব্যাঙ বর-বধূকে কলাগাছের খোলের মধ্যে ভরে হাতে নিয়ে ঘোরেন।
ব্যাঙের বিয়ের উদ্যোক্তা শিশির বলেন, তাপমাত্রা বাড়ছে। গাছের আম ঝরে পড়ছে। অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় তারা পাড়ার শিশু কিশোর দের নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়ার আয়োজন করেছেন। তারা গ্রামের কয়েকটি বাড়িতে বৃষ্টির জন্য ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে’ গানটি গেয়েছেন। পরে ব্যাঙের বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে তাদের ছেড়ে দিয়েছেন। যারা এই আয়োজনে অংশ নিয়েছেন, তাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। যাতে দ্রুত বৃষ্টি হয় এইজন্য।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি