ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৫ মাস পর রাজনৈতিক কর্মসূচিতে মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


কারাভোগ ও শারীরিক সমস্যা কাটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ মার্চ) গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর দলীয় কর্মসূচিতে ফিরলেন তিনি।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি বিএনপি মহাসচিব। আজ (সোমবার) রাজধানীর পল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রথম সমাবেশ হতে যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পরদিন ২৯ অক্টোবর গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়। পরে বিচারপতির বাসভবনের হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সাড়ে তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

কারাগার থেকে মুক্তি পেয়েও দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি মির্জা ফখরুল। অবশ্য দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া, বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ এবং ১২ দলীয় জোটের নেতারা তার কারামুক্তির পর সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি রাজধানীর একটি হোটেল কূটনৈতিকদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল।

কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ওজন কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দেখা দিলে, তাকে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতে দেখা যায়। এ অবস্থায় গত ৩ মার্চ চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। পরে শনিবার (২৩ মার্চ) চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ মাস পর রাজনৈতিক কর্মসূচিতে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

নিউজ ডেস্ক:


কারাভোগ ও শারীরিক সমস্যা কাটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ মার্চ) গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর দলীয় কর্মসূচিতে ফিরলেন তিনি।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি বিএনপি মহাসচিব। আজ (সোমবার) রাজধানীর পল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রথম সমাবেশ হতে যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পরদিন ২৯ অক্টোবর গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়। পরে বিচারপতির বাসভবনের হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সাড়ে তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

কারাগার থেকে মুক্তি পেয়েও দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি মির্জা ফখরুল। অবশ্য দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া, বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ এবং ১২ দলীয় জোটের নেতারা তার কারামুক্তির পর সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি রাজধানীর একটি হোটেল কূটনৈতিকদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল।

কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ওজন কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দেখা দিলে, তাকে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতে দেখা যায়। এ অবস্থায় গত ৩ মার্চ চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। পরে শনিবার (২৩ মার্চ) চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি