অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার, হাসপাতালে জাকের আলী
- আপডেট সময় : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বিজয়ের সঙ্গে সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জাকের আলী। সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। জানা যায়, হাসপাতালে নেওয়া হচ্ছে জাকের আলীকে।
এদিকে, দ্বিতীয় ইনিংসে মাঠে নেই আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও। প্রথম ইনিংসে একটু খোঁড়াচ্ছিলেন তিনি। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন কেটেলবোরো। অন ফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গে এসেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।
এর আগে, নিজের দশমতম ওভার আর করা হয়নি মোস্তাফিজের। রান আপের মধ্যেই আটকে গেলেন। পরে চেষ্টা করেও আর বল করতে পারেননি। পায়ে টান লেগে থমকে দাঁড়িয়েছিলেন ফিজ। ব্যথায় কাতরাতেও দেখা গেছে বাঁহাতি পেসারকে। জাকের আলী ও এনামুল হক বিজয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণেই সমস্যায় ভুগতে হয়েছে মোস্তাফিজকে। অবশ্য নিজের নবম ওভারের মাঝেই চোট পেয়েছিলেন তিনি। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি