বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন
- আপডেট সময় : ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ। ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার (১৭ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান রাসিক মেয়র।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, অসাধারণ ক্রীড়ানৈপণ্য দেখিয়ে এশিয়া কাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের যুবরা। এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামীতেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি