আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি উদ্যোগে মহান বিজয় দিবস পালন
- আপডেট সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা , আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির নবগঠিত সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উরাও, সাংগঠনিক সম্পাদক, মনিকা মারান্ডি, অর্থ বিষয়ক সম্পাদক অনিল রবিদাস কেন্দ্রীয় সদস্য ববিতা পাহান, মাতিয়াস এক্কা, রমেন পাহান, ইন্দ্রজিত মুন্ডা সহ প্রমূখ।
পরে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সকলকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়েও শ্রদ্ধানিবেদন করেন ও নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি