রাজশাহীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশু সহ আহত ৭
- আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুরুত্ব আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হরিপুর এলাকায় এসে মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে গেছে। তাদের সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ও বর্তমানে চিকিৎসাধিন রয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি