ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আচরণবিধি ভঙ্গ করায় ফারুক চৌধুরীকে সতর্ক নির্বাচন কমিশনের(ইসি)

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

আচরণবিধি ভঙ্গ করারয় ফরুক চৌধুরীকে সতর্ক নির্বাচন কমিশনের(ইসি)

নিজস্ব প্রতিবেদক :


নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ নভেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সতর্কতামূলক এ নির্দেশনাটি রাজশাহীর জেলা প্রশাসককে (রিটার্নিং কর্মকর্তা) পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৫ নভেম্বর সময়সূচি জারি করা হয়েছে। নির্বাচনের সময়সূচি জারির পরে গত ১৭ নভেম্বর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আই হাই উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশের আয়োজন করে। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি বা উপক্রমের শামিল। ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সংসদ সদস্য বা উদ্যোগগ্রহণকারীকে সতর্ক করার জন্য সিদ্ধান্ত প্রদান করেছে।

ইসির ওই সতর্কবার্তায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

গত ১৫ নভেম্বর ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রচার চালাতে পারবে প্রার্থীরা। এর আগে প্রচার বা সভা সমাবেশ করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আচরণবিধি ভঙ্গ করায় ফারুক চৌধুরীকে সতর্ক নির্বাচন কমিশনের(ইসি)

আপডেট সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক :


নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ নভেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সতর্কতামূলক এ নির্দেশনাটি রাজশাহীর জেলা প্রশাসককে (রিটার্নিং কর্মকর্তা) পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৫ নভেম্বর সময়সূচি জারি করা হয়েছে। নির্বাচনের সময়সূচি জারির পরে গত ১৭ নভেম্বর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আই হাই উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশের আয়োজন করে। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি বা উপক্রমের শামিল। ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সংসদ সদস্য বা উদ্যোগগ্রহণকারীকে সতর্ক করার জন্য সিদ্ধান্ত প্রদান করেছে।

ইসির ওই সতর্কবার্তায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

গত ১৫ নভেম্বর ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রচার চালাতে পারবে প্রার্থীরা। এর আগে প্রচার বা সভা সমাবেশ করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি