সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা

খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০৫:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা । সন্ধার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজারে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ঘটনস্থলে এসে তাদের ধাওয়া দেয়। পরে মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,
, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে, ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়।
ওসি আরো বলেন, এই ঘটনায় পর থেকেই রাজশাহী সাহবে বাজার এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এদিকে মিছিলে পুলিশের বাধা দানের সময় ঘটনাস্থলে পড়ে গিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা আহত হয়েছে বলে বাদি করেছেন বিএনপির অনেকেই ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি