মূল্যায়ন এবং শিক্ষার গুণগত মান অর্জনে অঃশীজনের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
নাগরিক কর্তৃক পরিচালিত মূল্যায়ন এবং শিক্ষার গুণগত মান অর্জনে অঃশীজনের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আজ বৃহষ্পতিবার নগরীর হোটেল ওয়ারিসনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এডুকেশন আউট লাউড প্রকল্প নিয়ে আলোচনা সভা হয়।
যেখানে জনাব ফয়েজুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা (বি ইউ পি)
সঞ্চালনায় হোটেল ওয়ারিশনে আয়োজিত এই মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. আব্দুল মোমিন। ওয়েব ফাউন্ডেশন এর উপ-পরিচালক কানিজ ফাতেমা এবং জনাব ইমতিয়াজ হৃদয় , প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ স্ট্রীট চাইল্ড ইউকে।CLA বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্প কর্মকর্তা লিপি আমেনা।
প্রকল্পের অঃশীজনরা শিক্ষার গুণগত মান অর্জনে শিক্ষক অভিভাবক সহ সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিশুদের মানসিক চাপ পরিহার করতে তাদের জন্য একটি সহনশীল শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। প্রাইভেট পড়ানোর সঃস্কঋতই বন্ধ করতে হবে। শ্রেনির পড়া শ্রেনিতে সম্পন্ন করার উপর জোর দিয়ে শিক্ষাকদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ এর ব্যবস্থা করার ব্যাপারে সরকার কে উদ্যোগ নিতে হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি