ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে নামার আগে কিউই শিবিরে সুখবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:


অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কেইন উইলিয়ামসনের। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আবারও ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। চলমান বিশ্বকাপ আসরে শুরুর দুই ম্যাচে টম ল্যাথাম দলটির নেতৃত্বভার সামলেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেই সেই দায়িত্ব উঠছে উইলিয়ামসনের কাঁধে।

ভারত বিশ্বকাপে দারুণ ফর্ম নিউজিল্যান্ডের। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তারা অনায়াসেই জিতেছে। বিপরীতে দারুণ শুরুর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ন্যূনতম লড়াইও জমাতে পারেনি। আগামীকাল দু’দলই মুখোমুখি হবে নিজেদের তৃতীয় ম্যাচে। তার আগে আজ (বৃহস্পতিবার) চেন্নাইতে সংবাদ সম্মেলনে এসেছিলেন উইলিয়ামসন। জানিয়েছেন ইনজুরির পরও তাকে বিশ্বকাপ দলে রাখায় রোমাঞ্চিত ছিলেন তিনি। প্রায় ৬ মাস পর দলে ফিরে নতুন করে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন কিউই অধিনায়ক।

উইলিয়ামসন বলছিলেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে রোমাঞ্চিত ছিলাম। এখন এখানে বসে আছি। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ সব সময়ই চ্যালেঞ্জের। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

এদিকে উইলিয়ামসনের মতই চোট থেকে ফিরেছেন পেসার টিম সাউদি। তবে মাঠে নামতে আরো কিছুদিনের অপেক্ষা বাড়ছে এই পেসারের। সাউদির খেলা নিয়ে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘টিম ভালো উন্নতি করছে। তবে কাল খেলতে পারবে না সে।’

সর্বশেষ আইপিএলের প্রথম ম্যাচেই চোটে পড়েন উইলিয়ামসন। ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুর চোট তার বিশ্বকাপে খেলা অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে কিউইরা। চলতি বছরের জানুয়ারিতে উইলিয়ামসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন। পরে মার্চে টেস্ট খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। অবশ্য বিশ্বকাপের আগে উইলিয়ামসন দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট করেছেন।


প্রসঙ্গনিউজবিডি/আল.রুইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের বিপক্ষে নামার আগে কিউই শিবিরে সুখবর

আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

নিজেস্ব প্রতিবেদক:


অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কেইন উইলিয়ামসনের। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আবারও ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। চলমান বিশ্বকাপ আসরে শুরুর দুই ম্যাচে টম ল্যাথাম দলটির নেতৃত্বভার সামলেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেই সেই দায়িত্ব উঠছে উইলিয়ামসনের কাঁধে।

ভারত বিশ্বকাপে দারুণ ফর্ম নিউজিল্যান্ডের। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তারা অনায়াসেই জিতেছে। বিপরীতে দারুণ শুরুর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ন্যূনতম লড়াইও জমাতে পারেনি। আগামীকাল দু’দলই মুখোমুখি হবে নিজেদের তৃতীয় ম্যাচে। তার আগে আজ (বৃহস্পতিবার) চেন্নাইতে সংবাদ সম্মেলনে এসেছিলেন উইলিয়ামসন। জানিয়েছেন ইনজুরির পরও তাকে বিশ্বকাপ দলে রাখায় রোমাঞ্চিত ছিলেন তিনি। প্রায় ৬ মাস পর দলে ফিরে নতুন করে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন কিউই অধিনায়ক।

উইলিয়ামসন বলছিলেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে রোমাঞ্চিত ছিলাম। এখন এখানে বসে আছি। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ সব সময়ই চ্যালেঞ্জের। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

এদিকে উইলিয়ামসনের মতই চোট থেকে ফিরেছেন পেসার টিম সাউদি। তবে মাঠে নামতে আরো কিছুদিনের অপেক্ষা বাড়ছে এই পেসারের। সাউদির খেলা নিয়ে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘টিম ভালো উন্নতি করছে। তবে কাল খেলতে পারবে না সে।’

সর্বশেষ আইপিএলের প্রথম ম্যাচেই চোটে পড়েন উইলিয়ামসন। ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুর চোট তার বিশ্বকাপে খেলা অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে কিউইরা। চলতি বছরের জানুয়ারিতে উইলিয়ামসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন। পরে মার্চে টেস্ট খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। অবশ্য বিশ্বকাপের আগে উইলিয়ামসন দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট করেছেন।


প্রসঙ্গনিউজবিডি/আল.রুইন