পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সামজ গঠনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

- আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
পুঠিয়া প্রতিনিধি:
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সামজ গঠনে সাক্ষরতার প্রসার।’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনেস্কোর নির্ধারিত প্রতিপাদ্যর উপরে দিবসটি পালন করা হয়।
সকাল ১০ টায় র্যালি শেষে ১০.৩০ মিনিটে পুঠিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, নূর হোসেন নির্ঝর, সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, ওসি তদন্ত, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সালে জাতিসংঘ্য থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। তবে আমাদের দেশে সাক্ষরতা বিস্তারে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মতো সাক্ষরতা দিবস উদ্যাপিন করা হয়। এরপর ১৯৭৩ সালে সাক্ষরতা অভিযান শুরু । সাক্ষরতা দিবস উপলক্ষে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এতো কিছুর পরেও আমরা অদ্যাবধি পরিপুর্ণতা লাভ করতে পারিনি। আমাদের দেশে এই মুহুর্তে ৭৬ ভাগ মানুষ সাক্ষরের দিক থেকে সফলতা অর্জন করলেও ২৪ ভাগ মানুষ এখনো নিরক্ষর রয়ে গেছে। এই সব মানুষদের সাক্ষর জ্ঞানের আওতায় আনার জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি বিশেষ ভাবে আহবান জানানো হয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি