তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
- আপডেট সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি আব্দুর রহিম মতবিনিময় ও চা চক্র করেছেন। শুক্রবার বিকেলের দিকে থানার হলরুমে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রাখেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর,সভাপতি আলিফ হোসেন, সম্পাদক মনিরুজ্জামান, রিপোর্টাস ক্লাবের সভাপতি বকুল হোসেন সম্পাদক মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, সারোয়ার হোসেন, সোহেল রানা, সানাউল্লাহ স্বপন, সৈয়দ মাহমুদ শাওন, বিশ্বজিত কুমার, মামুনুর রশিদ, জুয়েল, সুজন, হামিদুর, পাপ্পু প্রমুখ । নবাগত ওসি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছ থেকে জানতে চান এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও সত্য ন্যায় কাজের জন্য সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন ।
ওসি এর আগে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় তদন্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে গত জুলাই মাসের ১০ তারিখে তানোর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি