পুঠিয়ায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ছত্রগাছা এলাকার সুমাইয়া (১২) নামের এক ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার দিকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেলপুকুর থানা পুলিশ। নিহত সুমাইয়া ছাত্রগাছা এলাকার জিয়াউর রহমান জিয়ার সেজ মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, জিয়ার চারটি মেয়ে সামনে ঈদে বাজার করা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুমাইয়া বোন কেয়ার উপর অভিমান করে ঘরে ডুকে ঘরের দরজা বন্ধ করে দায়। পরে অনেক সময় ঘরের দরজা না খোলায় তার চাচারা শাবল দিয়ে ঘরের দরজা ফাকা করে দেখেন তিরের সাথে গলায় ফাঁস দিয়ে বিছানায় দাড়িয়ে আছে। পরে দরজা ভেঙ্গে ঘরে ডুকে দেখেন সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে বেলপুকুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে ।
প্রসঙ্গনিউজবিডি/জে. সি