রামেক হাসপাতালে সার্জিক্যাল এ্যান্ডোসকপি এ্যান্ড কলোনসকপি স্যুটের উদ্বোধন
- আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিক্যাল এ্যান্ডোসকপি এ্যান্ড কলোনসকপি স্যুট উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ জুন শনিবার বেলা ১২ টায় হাসপাতালের ৩নং ওয়ার্ডের বারান্দার একটি কক্ষে এটি উদ্বোধন করা হয়।
সার্জিক্যাল এ্যান্ডোসকপি এ্যান্ড কলোনসকপি স্যুট উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: নওশাদ আলী প্রমুখ।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম ফিতা কেটে এবং একজন রোগীর কলোনসকপি করার মাধ্যমে এই উদ্বোধন করেন।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ইতোপূর্বে হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে শুধুমাত্র এ্যান্ডোসকপি ও কলোনসকপি করা হতো। এই স্যুটের মাধ্যমে সার্জারি বিভাগের রোগীদের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এ্যান্ডোসকপি ও কলোনসকপি করার ফলে সার্জারি রোগীদের রোগ নির্ণয় আরো নিখুঁত হবে।