কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত ৯.২০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ড হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের জায়গায় এই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আর তা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসময় বিমানবন্দর এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
এদিন বিমানবন্দরের ৩সি এক্সিট গেটের কাছে এই অগ্নিকাণ্ড হয়। তবে কীভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বিমানবন্দরের সদস্যরা ছুটে আসেন। পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম থেকে পানি ছিটানো হয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস বিভাগকেও।
ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি আসে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। বিমানবন্দরের যে স্থানে অগ্নিকাণ্ড হয়েছে ওই এলাকা ঘিরে রাখে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের সদস্যরা।
যাত্রীদের বাইরে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো কিছু কিছু জায়গা ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রে খবর যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি