ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মোহনপুর রায়ঘাঁটি ইউনিয়নে জোরপূর্বক ভাবে জমি দখল

মোঃ সাইফুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে

মোহনপুর রায়ঘাঁটি ইউনিয়নে জোরপূর্বক ভাবে জমি দখল

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাঁটি ইউনিয়নে জোরপূর্বকভাবে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মোহনপুর থানার ও রায়ঘাঁটি ইউনিয়ন পরিষদের অভিযোগ সূত্রে এবং সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, লালইচ গ্রামের মোঃ আঃ রশিদের চকআলম মৌজায় প্রায় (২) দুই বিঘা (১৬)ষোল শতক জমি রয়েছে। তিনি ১৯৬৫ সাল থেকে বিনিময় সূত্রে জমি ভোগদখল করে আসছেন। কিন্তু গত ৮ এপ্রিল মোঃ আঃ রশিদ তার লোকজন নিয়ে তারই খতিয়ান ভুক্ত ৬৪৪ নম্বর দাগে জমি সমতলসহ গাছ লাগানোর কাজ করছিলেন।

এই সময় হঠাৎ করে সরমইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ বুলবুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আনুমানিক সকাল ১০টার সময় হঠাৎ করে অভিযোগকারী মোঃ আঃ রশিদের উপর হামলা চালিয়ে তার লোকজনকে লোহার রড ও শাবল দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। দুষ্কৃতকারী বুলবুল অন্যায় ভাবে আঃ রশিদের জমি দখল করে তার নিয়ন্ত্রণ নেয়।

দখল করার পর জমি দখলবাজ বুলবুল শাসিয়ে বলা যায় এই জমিতে আবার কেউ জমির দাবি নিয়ে আসলে তাকেও খুন করা হবে বলে হুমকি প্রদান করে। এবং পাশাপাশি দুষ্কৃতিকারী বুলবুল আঃ রশিদের জমি জোরপূর্বক ভাবে দখল করে বাঁশের বেড়া দিয়ে রশিদের জমি জোরপূর্বক দুষ্কৃতকারী বুলবুল তার নিজের দখলে নেয় ।

ফলে জমির মুল মালিক আঃ রশিদ ভয়ে তার নিজ সম্পত্তিতে / জমিতে যেতে পারছেনা। দুষ্কৃতকারী বুলবুলের এই রকম আচারণে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষুদ্ধ। এর ফলে এখানে যেকোনো মুহুর্তে চরম উত্তেজনা সহ বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে স্থানীয় এলাকাবাসী জানায়। জমি দখলকারী বুলবুল এলাকার একজন চিহ্নিত দুষ্ককৃতিকারী ব্যক্তি। তার এধরণের বহু অনৈতিক ঘটনার স্বাক্ষী এলাকাবাসী। তিনি বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করে বলে জানা যায়। জমি দখলবাজ বুলবুল অভিযোগকারী আঃ রশিদের লাগানো গাছপালা উপড়ে ও কেটে ফেলেন।

তার এই হীন অত্যাচারে অভিযোগকারী মোঃ রশিদ এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়াও এলাকার স্থানীয় লোকজনের সাথে এই প্রতিবেদকের কথা হলে তারা জানান, আমরা ছোট থেকে দেখে আসছি এই জমিটা লালইচ গ্রামের আঃ রশিদের। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয় ব্যক্তিরা বলেন, বুলবুলের বাড়ি সরমইল তিনি কোন কারণ ছাড়ায় সন্রাসী বাহিনী নিয়ে আঃ রশিদের জমি দখল নিচ্ছে তা আমাদের বোধগম্য নয়।

তাই এই অন্যায়কারীর শাস্তি হওয়া দরকার বলে স্থানীয় এলাকাবাসী মনে করে । এছাড়া জমি দখল কারী মোঃ বুলবুলের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এই ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুর রায়ঘাঁটি ইউনিয়নে জোরপূর্বক ভাবে জমি দখল

আপডেট সময় : ০৮:১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাঁটি ইউনিয়নে জোরপূর্বকভাবে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মোহনপুর থানার ও রায়ঘাঁটি ইউনিয়ন পরিষদের অভিযোগ সূত্রে এবং সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, লালইচ গ্রামের মোঃ আঃ রশিদের চকআলম মৌজায় প্রায় (২) দুই বিঘা (১৬)ষোল শতক জমি রয়েছে। তিনি ১৯৬৫ সাল থেকে বিনিময় সূত্রে জমি ভোগদখল করে আসছেন। কিন্তু গত ৮ এপ্রিল মোঃ আঃ রশিদ তার লোকজন নিয়ে তারই খতিয়ান ভুক্ত ৬৪৪ নম্বর দাগে জমি সমতলসহ গাছ লাগানোর কাজ করছিলেন।

এই সময় হঠাৎ করে সরমইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ বুলবুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আনুমানিক সকাল ১০টার সময় হঠাৎ করে অভিযোগকারী মোঃ আঃ রশিদের উপর হামলা চালিয়ে তার লোকজনকে লোহার রড ও শাবল দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। দুষ্কৃতকারী বুলবুল অন্যায় ভাবে আঃ রশিদের জমি দখল করে তার নিয়ন্ত্রণ নেয়।

দখল করার পর জমি দখলবাজ বুলবুল শাসিয়ে বলা যায় এই জমিতে আবার কেউ জমির দাবি নিয়ে আসলে তাকেও খুন করা হবে বলে হুমকি প্রদান করে। এবং পাশাপাশি দুষ্কৃতিকারী বুলবুল আঃ রশিদের জমি জোরপূর্বক ভাবে দখল করে বাঁশের বেড়া দিয়ে রশিদের জমি জোরপূর্বক দুষ্কৃতকারী বুলবুল তার নিজের দখলে নেয় ।

ফলে জমির মুল মালিক আঃ রশিদ ভয়ে তার নিজ সম্পত্তিতে / জমিতে যেতে পারছেনা। দুষ্কৃতকারী বুলবুলের এই রকম আচারণে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষুদ্ধ। এর ফলে এখানে যেকোনো মুহুর্তে চরম উত্তেজনা সহ বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে স্থানীয় এলাকাবাসী জানায়। জমি দখলকারী বুলবুল এলাকার একজন চিহ্নিত দুষ্ককৃতিকারী ব্যক্তি। তার এধরণের বহু অনৈতিক ঘটনার স্বাক্ষী এলাকাবাসী। তিনি বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করে বলে জানা যায়। জমি দখলবাজ বুলবুল অভিযোগকারী আঃ রশিদের লাগানো গাছপালা উপড়ে ও কেটে ফেলেন।

তার এই হীন অত্যাচারে অভিযোগকারী মোঃ রশিদ এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়াও এলাকার স্থানীয় লোকজনের সাথে এই প্রতিবেদকের কথা হলে তারা জানান, আমরা ছোট থেকে দেখে আসছি এই জমিটা লালইচ গ্রামের আঃ রশিদের। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয় ব্যক্তিরা বলেন, বুলবুলের বাড়ি সরমইল তিনি কোন কারণ ছাড়ায় সন্রাসী বাহিনী নিয়ে আঃ রশিদের জমি দখল নিচ্ছে তা আমাদের বোধগম্য নয়।

তাই এই অন্যায়কারীর শাস্তি হওয়া দরকার বলে স্থানীয় এলাকাবাসী মনে করে । এছাড়া জমি দখল কারী মোঃ বুলবুলের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এই ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি