ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বেটিং বিতর্কে ম্যাককালামের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

বেটিং বিতর্কে ম্যাককালামের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইসিবি

নিউজ ডেস্ক:


সাইপ্রাসভিত্তিক বেটিং কোম্পানির সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের চুক্তিতে কোনো সমস্যা দেখছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভবিষ্যতে এই বিষয়ে ম্যাককালামের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেবে না তারা।

গত বছরের মে মাসে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ দায়িত্ব নেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। এরপর নভেম্বরে ২২বেট ইন্ডিয়া’ নামক একটি বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হন তিনি। যেটি মূলত সাইপ্রাসে নিবন্ধনকৃত।

গত সপ্তাহে ম্যাককালামের এই চুক্তির বিষয়টি প্রথম তার নিজ দেশেই আলোড়ন তোলে। গ্যাম্বলিং প্রবলেম ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে দেশটির ইন্টারনাল অ্যাফেয়ারস ডিপার্টমেন্ট তা খারিজ করে দেয়। তারা জানায়, ২২বেট ইন্ডিয়ার কোনো কার্যক্রম নিউ জিল্যান্ডে নেই।

ইসিবির পক্ষ থেকে বলা হয়, এই চুক্তির মাধ্যমে সম্ভাব্য দুর্নীতিবিরোধী আইনভঙ্গের ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। সপ্তাহখানেক পর ম্যাককালামকে মুক্তিই দিলো তারা।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, বেটিং কোম্পানির সঙ্গে চুক্তিতে ম্যাককালামের কোনো ভুল পাননি তারা। ক্রিকেটার ও কোচদের সঙ্গে দূর্নীতিবিরোধী যে চুক্তি সাক্ষর করা হয়, এর সঙ্গে বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া সাংঘর্ষিক নয়।

ওই মুখপাত্র বলেন, গত কয়েক দিন ধরে এই বিষয়ে ব্রেন্ডনের (ম্যাককালাম) সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এটিকে দুই পক্ষের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। আমরা নিশ্চিত করছি যে, সামনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেটিং বিতর্কে ম্যাককালামের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইসিবি

আপডেট সময় : ০৩:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিউজ ডেস্ক:


সাইপ্রাসভিত্তিক বেটিং কোম্পানির সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের চুক্তিতে কোনো সমস্যা দেখছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভবিষ্যতে এই বিষয়ে ম্যাককালামের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেবে না তারা।

গত বছরের মে মাসে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ দায়িত্ব নেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। এরপর নভেম্বরে ২২বেট ইন্ডিয়া’ নামক একটি বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হন তিনি। যেটি মূলত সাইপ্রাসে নিবন্ধনকৃত।

গত সপ্তাহে ম্যাককালামের এই চুক্তির বিষয়টি প্রথম তার নিজ দেশেই আলোড়ন তোলে। গ্যাম্বলিং প্রবলেম ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে দেশটির ইন্টারনাল অ্যাফেয়ারস ডিপার্টমেন্ট তা খারিজ করে দেয়। তারা জানায়, ২২বেট ইন্ডিয়ার কোনো কার্যক্রম নিউ জিল্যান্ডে নেই।

ইসিবির পক্ষ থেকে বলা হয়, এই চুক্তির মাধ্যমে সম্ভাব্য দুর্নীতিবিরোধী আইনভঙ্গের ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। সপ্তাহখানেক পর ম্যাককালামকে মুক্তিই দিলো তারা।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, বেটিং কোম্পানির সঙ্গে চুক্তিতে ম্যাককালামের কোনো ভুল পাননি তারা। ক্রিকেটার ও কোচদের সঙ্গে দূর্নীতিবিরোধী যে চুক্তি সাক্ষর করা হয়, এর সঙ্গে বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া সাংঘর্ষিক নয়।

ওই মুখপাত্র বলেন, গত কয়েক দিন ধরে এই বিষয়ে ব্রেন্ডনের (ম্যাককালাম) সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এটিকে দুই পক্ষের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। আমরা নিশ্চিত করছি যে, সামনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি