ভালো আলোচনা হচ্ছে, ঐকমত্য হচ্ছে না: এবি পার্টি

- আপডেট সময় : ০৪:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের চতুর্থদিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা যে যত কথাই বলিনা কেন, জনগণ চায় আমরা একটা ঐকমত্যে পৌঁছাই। নাগরিকগণ এতদিন যাদেরকে প্রচলিত রাষ্ট্রব্যবস্থার কাছে ভয়ঙ্করভাবে নির্যাতিত হতে দেখেছেন, তারা যখন সংস্কারে অনাগ্রহী হয়, তখন জনগণ কিছুটা হলেও আশাহত হয়।’
এর আগে, ঐকমত্য কমিশনের সভায় প্রদত্ত বক্তব্যে জনাব মঞ্জু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে দলের অভিমত তুলে ধরেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতার চাইতেও মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের ঐক্যের প্রতীক। প্রচলিত পদ্ধতিতে একজনকে পায়ে হাত দিয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হওয়া যায়। সেজন্য আমরা চাই প্রচলিত পদ্ধতির পরিবর্তন। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যের বাইরে একটা ইলেকট্রোরাল কলেজ গঠনের প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করে।’
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে মঞ্জু বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বাংলাদেশে প্রবর্তনের রাজনৈতিক সংস্কৃতি অনুপস্থিত বলে মনে করলেও জাতীয় ঐকমত্যের স্বার্থে এবি পার্টি তার অবস্থান পরিবর্তন করে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের পক্ষে মত দিয়েছে।