তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচারে উঠান বৈঠক

- আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির সদস্য জনাব মোঃ রায়হানুল আলম রায়হান।
কৃষক দল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক সেন্টু কুমার সাহা,বিএনপি হুজুরিপাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ মেম্বার, বজলুর রহমান, শ্রমিক দল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, ছাত্রদল নওহাটা ডিগ্রী কলেজের সদস্য সচিব মিফতাহুল ইসলাম প্রমুখ।
বিএনপি নেতা রায়হান বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে বাংলাদেশ কে একটি বৈসামহীন মানবিক গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।