জাতীয় যুব দিবস ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম রাজশাহীতে
- আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় যুব দিবস ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম। শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার গাঙপড়া খালে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খাল থেকে কচুরি পানা অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। রাজশাহীর পবা উপজেলা থেকে সিটি কর্পোরেশনের নওদাড়া পাড়া পর্যন্ত বিস্তৃত প্রায় সাড়ে ১১ কিলোমিটার এই খাল পরিচ্ছন্নতায় প্রায় পৌনে দুইশ জন সেচ্ছাসেবক এতে অংশগ্রহন করছে।
নগরবাসীর বাসা-বাড়িতে ব্যবহৃত উচ্ছিষ্ট পানির একটি বড় অংশ এই খাল দিয়ে প্রবাহিত হয়। বিভিন্ন অংশে ভাগহয়ে ছয় দিনে খালের সকল বর্জ্য অপসারন করবেন তারা। পাশাপাশি সিটি কপোরেশনের মশক বিভাগে কীটনাশক প্রয়োগ করে ডেঙ্গু নিধন করবে। এই কার্যক্রমে ৫টি বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠন অংশগ্রহন করছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি
প্রসঙ্গনিউজ২৪/জে.সি