রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ উদযাপন উপলক্ষে গরু খাসি নিয়ে বিজয় মিছিল করেছে জিয়া হলের শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৩:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশুর গলায় ফুলের মালা! শিক্ষার্থীদের চোখে মুখে হাসি আর অনন্দ।চোখে কালো চশমা,মাথায় গামছা লুঙ্গি পরে এমন সাঁজে সেজে আনন্দে আর উচ্ছাসে তারা গরু ও খাসি নিয়ে আনন্দ র্যালী করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা বিজয় ২৪ উদযাপন উপলক্ষে এমন ব্যাতিক্রমী আনন্দ র্যালী করেছেন।আজ শুক্রবার বিকেল পাঁচটায় জিলা হলের সামনে থেকে এই র্যালী শুরু হয়। পরে তারা প্যারিস রোড হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে ছাত্রীদের হল পশ্চিমপাড়ায় সামনে জড়ো হন।
শিক্ষার্থীরা সেখানে নাচ আর গানের তালে নেচে গেয়ে আনন্দ র্যালী করে পুনরায় জিলা হলের সমানে চলে আসে। শিক্ষার্থীরা বলছেন, বিগত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের পতনের যে বিজয় সে টি ব্যতিক্রম ভাবে উদযাপন করতেই তাদের এমন আয়োজন। আন্দোলনের সময় রাবির জিয়া হলের শিক্ষার্থীদের উপর বেশি হামলা হওয়ায় তারা এমন ব্যতিক্রমী আয়োজনের চিন্তা করে এই র্যালী করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের শিক্ষার্থীরা আরো বলছেন,দুইদিন ব্যাপী এমন আয়োজনে আজ শুক্রবার তারা র্যালী শেষ করেছেন। আগামীকাল শনিবার গরু ও খাসি জবাই দেওয়া হবে। সেই মাংস দিয়ে ভোজ হবে এতে সকল শিক্ষার্থী অংশ নিবেন। আর বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা।বিজয় ২৪ উদযাপন উপলক্ষে শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিভিন্ন রংঙ্গের বাতি দিয়ে করা হয়েছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি