ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, তা খুবই সামান্য। দীর্ঘদিন ধরে দাবি জানালেও আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি।

রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের মাসিক বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:


মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছে।

আজ রোববার (৭ জুলাই) সকালে মেডিকেল কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচির শুরু হয়। যেখানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকেরা।

এর আগে গত মাসের ২৬ জুন বর্ধিত ভাতা বৃদ্ধির দাবিতে মানবনন্ধন করে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসরা। ইন্টার্ন চিকিৎসকরা জানায়, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, তা খুবই সামান্য। দীর্ঘদিন ধরে দাবি জানালেও আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি। তাই বেতন-ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।’ তবে এমন সিদ্ধান্তের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করার পরও পরবর্তীতে এই বিষয়ে কোন আশ্বাস না পাওয়ায় আজকের এই আন্দোলন।

কর্মবিরতিতে রোগীদের ভোগান্তির বিষয়ে প্রসঙ্গনিউজ২৪ জানতে চাইলে হাসপাতালের ইন্টার্ন জাবিন বলেন, ইমার্জেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলোতে ধারাবাহিক ভাবে প্রয়োজন মতো আমরা যাচ্ছি ও রোগী দেখছি। তবে প্রত্যেকটা ওয়ার্ডে ১/২জন করে আমাদের বন্ধু/বান্ধবীরা থাকছে যেন তাদের কোন ধরণের সমস্যা না হয়।

 

প্রসঙ্গগত, গত মাসে বাংলাদেশ মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদান করেছে। এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে কর্তপক্ষ্য।

যেখানে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করে সরকার। বর্ধিত এ ভাতা একই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পেলেও এত দিন বর্ধিত ভাতা পাননি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, তা খুবই সামান্য। দীর্ঘদিন ধরে দাবি জানালেও আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি।

রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের মাসিক বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন

আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক:


মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছে।

আজ রোববার (৭ জুলাই) সকালে মেডিকেল কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচির শুরু হয়। যেখানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকেরা।

এর আগে গত মাসের ২৬ জুন বর্ধিত ভাতা বৃদ্ধির দাবিতে মানবনন্ধন করে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসরা। ইন্টার্ন চিকিৎসকরা জানায়, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, তা খুবই সামান্য। দীর্ঘদিন ধরে দাবি জানালেও আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি। তাই বেতন-ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।’ তবে এমন সিদ্ধান্তের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করার পরও পরবর্তীতে এই বিষয়ে কোন আশ্বাস না পাওয়ায় আজকের এই আন্দোলন।

কর্মবিরতিতে রোগীদের ভোগান্তির বিষয়ে প্রসঙ্গনিউজ২৪ জানতে চাইলে হাসপাতালের ইন্টার্ন জাবিন বলেন, ইমার্জেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলোতে ধারাবাহিক ভাবে প্রয়োজন মতো আমরা যাচ্ছি ও রোগী দেখছি। তবে প্রত্যেকটা ওয়ার্ডে ১/২জন করে আমাদের বন্ধু/বান্ধবীরা থাকছে যেন তাদের কোন ধরণের সমস্যা না হয়।

 

প্রসঙ্গগত, গত মাসে বাংলাদেশ মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদান করেছে। এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে কর্তপক্ষ্য।

যেখানে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করে সরকার। বর্ধিত এ ভাতা একই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পেলেও এত দিন বর্ধিত ভাতা পাননি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি