রাজশাহীতে মাত্র ৭৫ টাকায় প্যাকেট জাত দুধ বিক্রি
- আপডেট সময় : ০৪:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান মাস উপলক্ষে দাম কমিয়ে পাস্তুরাইজেশনকৃত দুধ মাত্র ৭৫ টাকা লিটারে দুধ পাচ্ছেন সাধারণ মানুষ।
সোমবার (২৫ মার্চ) দুপুরের দিকে রাজশাহী মহানগরীর রেলগেট (শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর) এলাকায় এই দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়।
নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্মের উদ্যোগে রাজশাহী কার্যালয়ে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে দুধ বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো: আখতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্মের এসিস্যান্ট ম্যানেজার সোহেল রানা, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার জান্নাতুন নাইম অনিক, ম্যানেজার মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্মের উদ্যোগে এই দুধ বিক্রি কার্যক্রম চলবে রমজান মাসজুড়ে। এই দুধ যে কেউ ক্রয় করে নিয়ে যেতে পাচ্ছেন। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে তখন পবিত্র রমজান মাস উপলক্ষে ৭৫ টাকায় প্যাকেটজাতকৃত দুধ বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি