নিখোঁজের ১৩ দিনেও মেলেনি আদিবাসী সাগরী’র সন্ধান
- আপডেট সময় : ০৪:০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর শাহমুখদুম থানাস্থ আদিবাসী মহল্লা, পবা নতুনপাড়ার স্থায়ীবাসিন্দা শম্ভু শিংয়ের মেজো মেয়ে সাগরী (৩৪) ১৩ মার্চ বুধবার সন্ধা ৬টা থেকে অধ্যবধি নিখোঁজ রয়েছে। নিখোজ ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যাক্তা নারী,ও এক সন্তানের জননী।
জীবন জীবিকার তাগিদে নিকটস্থ দুটি বাসা বাড়িতে কাজ করতেন। গত ১৩ তারিখ বুধবার বাসা বাড়িতে কাজে গিয়ে আর ফিরেনি সাগরী। তার সন্ধানে খোঁজ করতে বাসা মালিকের কাছে গেলে, কাজের শেষে বাড়ি ফেরার কথা ব্যাক্ত করেন তারা।
সাগরীর মা নিরদা রানি নিকটস্থ শাহমুখদ্দুম থানায় ১৪ মার্চ সন্ধ্যা ৬টায় নিখোঁজ ব্যক্তির সন্ধান ও উদ্ধারের জন্য একটি সাধারণ ডায়রি করে। জিডি ট্র্যাকিং নং ট৬৮১৩ন জিডি নং ৫৩৩। তবে নিখোঁজের ১৩দিন পার হলেও কোন ধরণের খবর দেয়নি থানা।
বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জ কে কল দিলে তিনি বলেন, ঘটনাটি তদন্তাধিন রয়েছে। আমারা সর্বচ্চো চেষ্টা চালিয়ে যাচ্ছি মেয়েটিকে খুঁজে বের করার।
প্রসঙ্গগত, নিখোঁজ সাগরীকে স্থানীয় কামাল ও সুফিয়ান নামক দুজন ব্যাক্তি প্রায় বিবাহ প্রস্তাব দিতো ও উত্যক্ত করত বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা এঘটনায় এই দুই ব্যাক্তি জড়িত থাকতে পারে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি