দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার, বাসভবন ঘিরে ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
আশঙ্কাই সত্য হলো। ভারতের লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছায় ইডির ১২ জনের একটি দল। সেখানে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শেষে রাতেই গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়িয়েছেন এই আম আদমি নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা। এদিকে, কেজরিওয়ালকে গ্রেফতারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উল্লেখ্য, ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছিল ইডি। তবে গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি