১০ সাংবাদিক বহিষ্কার: ডিআইইউ ঘেরাওয়ের হুমকি সাংবাদিক নেতাদের
- আপডেট সময় : ০৩:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
সাংবাদিকতা করার দায়ে সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাময়িক বহিষ্কার হওয়া ১০ শিক্ষার্থীর ববহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে ডিআইইউ ঘেরাওয়ের হুমকি দিয়েছেন সাংবাদিক নেতারা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তারা। এতে বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকতা করার দায়ে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করে অবিচার করা হয়েছে। এই ধরনের অপরাধ কিছুতেই সহ্য করা যায় না। সাংবাদিকতা করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনা এদেশে কখনো ঘটেনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী টকশো’তে মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনাকে সতর্ক করে দিতে চাই। সাংবাদিকদের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো শুধু এই বিশ্ববিদ্যালয় নয় আপনার বাড়িও ঘেরাও করবে সাংবাদিকরা।
ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবশ্যই অনিয়ম হচ্ছে, এজন্যই সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেওয়া হচ্ছে না। ছাত্রদের অবশ্যই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে, একইসাথে তাদের সাংবাদিকতা করতে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা না গেলে এর পরিণাম ভালো হবে না।
ঢাকা রিপোর্টাস ইউনিটি’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, বিশ্ববিদ্যালয় কারও নিজের নিয়ম অনুযায়ী চলবে না। বিশ্ববিদ্যালয়কে দেশের প্রচলিত আইন অনুযায়ী চলতে হবে। ট্রাস্টি বোর্ড বা ভিসির তৈরি করা আইন অনুযায়ী চলবে না। অন্যায়ভাবে কাউকে বহিষ্কার করা যাবে না। এটা মগের মুল্লুক নয়, সাংবাদিকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতেই হবে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, যদি অবিলম্বে ডিআইইউ সাংবাদিকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে তাহলে তবে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের অপকর্ম সবার সামনে তুলে ধরা হবে। তখন আপনারা মুখ দেখাতে না পেরে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলাতে বাধ্য হবেন।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডিইউজে সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাজেদা হক, সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টাস ইউনিটি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি