সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে ১০ এপ্রিল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
আগামী ১০ এপ্রিল মধ্যপ্রাচ্যে উদযাপিত হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, আগামী ১০ এপ্রিল শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন হতে পারে।
সে হিসেবে এবার ৩০টি রোজা হতে পারে।
ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা কৃতজ্ঞতা, নতুনত্ব ও ঐক্যের প্রতীক।
ঈদের দিন সকালে মুসলমানরা বিশেষ নামাজের জন্য জড়ো হন, যা ঈদের নামাজ নামে পরিচিত। মসজিদ, উন্মুক্ত স্থান অথবা বড় কোনও জায়গায় এই নামাজ আদায় করা হয়।
মধ্যপ্রাচ্যে ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই এই অঞ্চলে ১১ মার্চ ছিল রমজানের প্রথম দিন। সূত্র: গালফ নিউজ
প্রসঙ্গনিউজ২৪/জে.সি