ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ডিসকলেজিয়েট করার প্রতিবাদে আমরণ অনশন করছে চারুকলার ৮ শিক্ষার্থী

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের “কারুশিল্প ডিসিপ্লিনের ” শিক্ষক কর্তৃক উদ্দেশ্য প্রনোদিতভাবে ডিসকলেজিয়েট করার প্রতিবাদে আমরণ অনশন করছে ভুক্তভোগী ৮জন শিক্ষার্থী ।

শিক্ষার্থীরা বলছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে ডিসকলেজিয়েট করা হয়েছে। তারা আরো বলছে শিক্ষক ৪জন থাকা শর্তেও একজন শিক্ষক দিয়ে তাদের ক্লাস নেয়া হয়। আর সেই শিক্ষকের প্রিয় যারা হতে পারে তারাই কলেজিয়েট হয়।

আরেকটি বিষয়ে তারা অভিযোগ করে, ক্লাসে শিক্ষক আসে ১২টায় আর উপস্থিতি নেয় একজন কর্মচারীকে দিয়ে। একটি কোন ধরণের শিক্ষক!!

আমরা এমন অনিয়মের বিচার চাই এবং আমাদের উপরের অর্পিত ডিসকলেজিয়েট উঠিয়ে নিয়ে পুণরায় পরীক্ষায় বসতে দেয়ার জোর দাবি জানায়।

আমরা সকাল থেকেই অনশনে বসেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছে এবং আমাদের সাথে ডিপার্টমেন্ট এর শিক্ষক সহ দুপুর ১টায় বসবে।
এর পরে তারা পনে ১১টায় অনশন থেকে উঠে ও তারা বলে, যদি এর পরেও আমার সুষ্ঠ বিচার না পাই তবে আমাদের এই আমরণ অনশন চলমান থাকবে ও আরো জোরালো রূপ নিবে।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসকলেজিয়েট করার প্রতিবাদে আমরণ অনশন করছে চারুকলার ৮ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:


গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের “কারুশিল্প ডিসিপ্লিনের ” শিক্ষক কর্তৃক উদ্দেশ্য প্রনোদিতভাবে ডিসকলেজিয়েট করার প্রতিবাদে আমরণ অনশন করছে ভুক্তভোগী ৮জন শিক্ষার্থী ।

শিক্ষার্থীরা বলছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে ডিসকলেজিয়েট করা হয়েছে। তারা আরো বলছে শিক্ষক ৪জন থাকা শর্তেও একজন শিক্ষক দিয়ে তাদের ক্লাস নেয়া হয়। আর সেই শিক্ষকের প্রিয় যারা হতে পারে তারাই কলেজিয়েট হয়।

আরেকটি বিষয়ে তারা অভিযোগ করে, ক্লাসে শিক্ষক আসে ১২টায় আর উপস্থিতি নেয় একজন কর্মচারীকে দিয়ে। একটি কোন ধরণের শিক্ষক!!

আমরা এমন অনিয়মের বিচার চাই এবং আমাদের উপরের অর্পিত ডিসকলেজিয়েট উঠিয়ে নিয়ে পুণরায় পরীক্ষায় বসতে দেয়ার জোর দাবি জানায়।

আমরা সকাল থেকেই অনশনে বসেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছে এবং আমাদের সাথে ডিপার্টমেন্ট এর শিক্ষক সহ দুপুর ১টায় বসবে।
এর পরে তারা পনে ১১টায় অনশন থেকে উঠে ও তারা বলে, যদি এর পরেও আমার সুষ্ঠ বিচার না পাই তবে আমাদের এই আমরণ অনশন চলমান থাকবে ও আরো জোরালো রূপ নিবে।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি