ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ও দিবস উদযাপন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


নির্বাক মানুষের কন্ঠস্বর রেডিও ভেরিতাস এশিয়া। ভেরিতাস অর্থ সত্য। আর সত্য মানুষকে আলোর পথ দেখায়।
এই সত্যকে মানুষের কাছে প্রচার করার জন্যই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটিতে, রেডিও
ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করা হয়। আর এবছর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৩তম শ্রোতা সম্মেলন
ও দিবস উদযাপন  হয়েছে।

১৪ -১৫ ডিসেম্বর ২০২৩  দুই দিনের এই আয়োজনে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহীতে উৎসবমুখর আনন্দ নিয়ে এই দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সামাজিক যোগাযোগ কমিশনের সভাপতি এবং এই অনুষ্ঠানের
বিশেষ অতিথি বিশপ জেমস্ রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ এবং রাজশাহী ধর্মপ্রদেশের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও ।

খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকল শ্রোতাদের নিয়ে এই দিবসটি উদযাপন করা হয় বলে জানিয়েছেন রেডিও ভেরিতাস
এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ।

প্রসঙ্গগত, ১৯৬৯ খ্রিস্টাব্দে ১১ এপ্রিল এশিয়ার কাথলিক বিশপগণ রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করেন সত্যকে মানুষের
কাছে প্রচার করার জন্য। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটি থেকে এশিয়ার ২২টি ভাষায় বর্তমানে প্রায় ২০০ কোটি অধিক মানুষের কাছে এই সত্যবাণী প্রচার করা হচ্ছে।

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সংলাপ, মিলন ও ভ্রাতৃত্ব গড়ে তোলা এবং সত্যকে প্রচার ও প্রকাশ করা।

যেখানে শ্রোতা বন্ধুরাই হচ্ছে ভেরিতাসের প্রাণ। দীঘ পথ চলায় তারাই রেডিও ভেরিতাসের মূল শক্তিও প্রেরণার উৎস।
শ্রোতাবন্ধুদের প্রাপ্তি ও প্রত্যাশার কথাই আগামীর চলার পথের পাথেয়।

বাংলা ভাষায় আরভিএ এর সত্য বাণী প্রচার শুরু হয় ১৯৮০ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর যা আজও চলমান রয়েছে।
আর তাই সকলের প্রতি আহবান নির্বাক মানুষের কণ্ঠস্বর তুলে ধরি রেডিও ভেরিতাসের মধ্য দিয়ে গোটা বিশ্বের কাছে।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ও দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:


নির্বাক মানুষের কন্ঠস্বর রেডিও ভেরিতাস এশিয়া। ভেরিতাস অর্থ সত্য। আর সত্য মানুষকে আলোর পথ দেখায়।
এই সত্যকে মানুষের কাছে প্রচার করার জন্যই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটিতে, রেডিও
ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করা হয়। আর এবছর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৩তম শ্রোতা সম্মেলন
ও দিবস উদযাপন  হয়েছে।

১৪ -১৫ ডিসেম্বর ২০২৩  দুই দিনের এই আয়োজনে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহীতে উৎসবমুখর আনন্দ নিয়ে এই দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সামাজিক যোগাযোগ কমিশনের সভাপতি এবং এই অনুষ্ঠানের
বিশেষ অতিথি বিশপ জেমস্ রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ এবং রাজশাহী ধর্মপ্রদেশের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও ।

খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকল শ্রোতাদের নিয়ে এই দিবসটি উদযাপন করা হয় বলে জানিয়েছেন রেডিও ভেরিতাস
এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ।

প্রসঙ্গগত, ১৯৬৯ খ্রিস্টাব্দে ১১ এপ্রিল এশিয়ার কাথলিক বিশপগণ রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করেন সত্যকে মানুষের
কাছে প্রচার করার জন্য। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটি থেকে এশিয়ার ২২টি ভাষায় বর্তমানে প্রায় ২০০ কোটি অধিক মানুষের কাছে এই সত্যবাণী প্রচার করা হচ্ছে।

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সংলাপ, মিলন ও ভ্রাতৃত্ব গড়ে তোলা এবং সত্যকে প্রচার ও প্রকাশ করা।

যেখানে শ্রোতা বন্ধুরাই হচ্ছে ভেরিতাসের প্রাণ। দীঘ পথ চলায় তারাই রেডিও ভেরিতাসের মূল শক্তিও প্রেরণার উৎস।
শ্রোতাবন্ধুদের প্রাপ্তি ও প্রত্যাশার কথাই আগামীর চলার পথের পাথেয়।

বাংলা ভাষায় আরভিএ এর সত্য বাণী প্রচার শুরু হয় ১৯৮০ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর যা আজও চলমান রয়েছে।
আর তাই সকলের প্রতি আহবান নির্বাক মানুষের কণ্ঠস্বর তুলে ধরি রেডিও ভেরিতাসের মধ্য দিয়ে গোটা বিশ্বের কাছে।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি