ডা. কাজেম আলী হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ

- আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ও ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহম্মেদকে হত্যার ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) প্রাইভেট চেম্বার প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখা। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমএর সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী।
এর আগে বিএমএ’র পক্ষ সভাপতি অধ্যাপক ডা. এবি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে- প্রাইভেট চেম্বার প্র্যাকটিস বন্ধ, মানববন্ধনে কালো ব্যাচ ধারণ ও স্মারকলিপি প্রদান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৯ অক্টোবর) রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরস্থ বাসায় যাওয়ার পথে বর্ণালী মোড়ে রাত পৌনে ১২টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী মাইক্রোবাস থেকে নেমে তাকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডা. গোলাম কাজেম আলী আহম্মেদের মৃত্যুতে বিএমএ রাজশাহী গভীর শোক প্রকাশ করছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং অতিদ্রুত আইনের আওতায় এনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এ বিষয়ে বিএমএ রাজশাহীর এক জরুরি বর্ধিত সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী বলেন, চিকিৎসক হত্যার ঘটনায় সোমবার রাজশাহীর সকল প্রাইভেট চেম্বার প্র্যাকটিস বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন ও কালো ব্যাচ ধারণা করা হবে। পরে খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি