সংবাদ শিরোনাম ::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তবে তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিছু গণপরিবহন চলছে। তবে অন্য দিনের তুলনায় কম। তবে ছাড়ছে না দূরপাল্লার বাস।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি