সংবাদ শিরোনাম ::
মহাসমাবেশ শেষে নেতাকর্মীদের নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে নেতাকর্মীদের নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশের পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সব পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিসমূহ সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি