তানোরে ৫৮টি পূজামণ্ডপে অনুদান প্রদান ও মতবিনিময়
- আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ৫৮টি পূজামণ্ডপে সরকারি অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে উপজেলার ৫৮টি মণ্ডপে এসব অর্থ সহায়তা প্রদান ও মতবিনিময় করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা প্রমূখ। এসময় উপজেলার ৫৮টি পূজা মন্ডপে সরকারি অনুদান হিসেবে প্রতিটি মন্ডপে ৫শ কেজি করে চাল ও এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে প্রতিটি মন্ডপের জন্য ১০হাজার করে টাকা এবং ৭টি করে শাড়ি উপহার দেয়া হয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি