কেউ নির্বাচনে না আসলেও নির্বাচন থেমে থাকবে না: হুইপ

- আপডেট সময় : ০২:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্জ আ. স. ম. ফিরোজ এমপি বলেছেন, কেউ নির্বাচনে না আসলেও নির্বাচন থেমে থাকবে না। বিএনপি দেশে বসে বিদেশের দোহাই দিয়ে দেশের বাইরের প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন। অথচ কোনো দেশই বাংলাদেশের নির্বাচনী নিয়ম নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেনি।
আওয়ামী লীগ ও দলের সভানেত্রী প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়েই একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তত রয়েছেন। আর বিএনপি প্রতিবারের মত সংবিধান বহির্ভূত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে বার বার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তাই তারা অযুহাত খুঁজছে। বিএনপিকে বাংলার মানুষ চায় না। নির্বাচন সঠিক সময়েই হবে। দেশের উন্নয়ন ও শান্তি শৃংখলা অব্যাহত রাখতে শেখ হাসিনা, আওয়ামীলীগ ও নৌকার বিকল্প নেই।
আজ (১৩ অক্টোবর) শুক্রবার বেলা ১১টায় উপজেলার কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের মুক্তিযোদ্ধা শামসুল হক মিলনায়তনে ইউনিয়ন মহিলালীগ ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মো. আলাউদ্দিন মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক।
সাবেক জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রুনিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক, যুব মহিলা লীগের সভানেত্রী ফেরদৌষী আরা, সাধারণ সম্পাদক শানজিদ কবির নুপুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তার প্রমুখ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি