কাপ্তাইয়ে বন্য হাতির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:১৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি বন্য হাতির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মতিপাড়া কাঁঠালতলী এলাকায় মৃত হাতিটি দেখতে পাওয়া যায় বলে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।
তিনি বলেন, সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত নই।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা ঘটনাস্থলে সকাল ১০টার দিকে পৌঁছাই। হাতিটির বয়স অনেক বেশি। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে।
প্রসঙ্গনিউজবিডি/আল.রুইন