সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এক ব্যবসায়ীকে কালো কাপড় বেঁধে এলোপাথারি কুপিয়েছে দুর্বৃত্তরা
খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০৫:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এক ব্যবসায়ীকে মুখে কালো কাপড় বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়েছে একদল দুর্বৃত্ত।
বুধবার সন্ধ্যায় জেলার কাটাখালি থানাধীন হরিয়ান বাজারে ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ীর নাম শাহীন আলম।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে , এদিন সন্ধ্যায় অজ্ঞাত ৬/৭ জন যুবক মুখে কালো কাপড় বেঁধে মাক্রোবাস থেকে নেমেই ব্যবসায়ী শাহীনের উপর হামলা চালান। এসময় তারা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন প্রত্যেকে।
পুলিশ জানিয়েছে, থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি । অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি