সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণ আমাদের লক্ষ: আব্দুল মান্নান
- আপডেট সময় : ০৪:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ঋণ গ্রহীতা, ঋণ প্রত্যাশী ও সর্বসাধারণের অংশগহনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণ অর্থায়ন বিষয়ক শিক্ষণ ও মতবিনিময় সভা ।
আজ রাজশাহী মহানগরীর অমরপুরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন আয়োজনে সকাল ১০টায় শুরু হয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণ অর্থায়ন বিষয়ক শিক্ষণ ও মতবিনিময় সভা ।
সভার শুরুতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) কর্তৃক দ্রুততম সময়ে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতকরণের মাধ্যমে ঋণ মঞ্জুরী, বিতরণ ও আদায় কার্যক্রমসহ সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে আয়োজনটি করা বলে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মো: ছানোয়ারুল ইসলাম, জেলারেল ম্যানেজার, বিএইচবিএফসি, রাজশাহী ।
পরবর্তীতে ঋণ গৃহিতাদের মধ্যে থেকে অনেকেই তাদের পরামর্শ ও আগ্রহ নিয়ে এবং এই আয়োজনটি আগামীর জন্য যুগোপযোগী ও মান সম্মত বলে বক্তব্য দেন।
বক্তব্যে অতিথিগণ গ্রাহক সেবায় কর্পোরেশনের সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে অবহিত করে গৃহীত সেবার মান বিষয়ে গ্রাহকদের মতামত গ্রহণ করেন।
সব শেষে গ্রাহক সেবার মান যাচাই এবং ঋণ মঞ্জুরী, বিতরণ ও আদায়সহ সার্বিক কার্যক্রম ও গ্রাহকদের নানা সমস্যার উত্তর দিয়ে বক্তব্য রাখেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান ।
উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএইবিএফসি, উপ- ব্যবস্থাপনা পরিচালক- অরুণ কুমার চৌধুরী, বিএইচবিএফসি, মহাব্যবস্থাপক- মো: খাইরুল ইসলাম, বিএইচএফসি,উপ- মহাব্যবস্থাপক- মো: খাজা ইমদাদুল বারী সহ নানা পর্যায়ের ঋণ গ্রহীতা সহ অগ্রহি অতিথি বৃন্দ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি