দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের নিয়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থী, অভিভাবক, ওয়ার্কশপ মালিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ষাণ্মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আজ শুক্রবার রাজশাহী মহানগরীর গণকপাড়া সংলগ্ন জাতীয় আদিবাসী পরিষদের কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সাথে অভিভাবক, ওয়ার্কশপ মালিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
যেখানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মাঝি ও সভাপতিত্ব করেন আইইডি ফেলো আন্দ্রিয়াস বিশ্বাসক।
দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমন উদ্যোগ আইইডি নিচ্ছে সেটি সত্যি দারুণ বিষয়। এভাবে আমাদের অঞ্চলের ছেলে মেয়েরা হাতের কাছে শিখে আগামীর জীবন যাপন সুগম করবে ও অন্য আরেকজনকে উৎসাহিত করে সুযোগ দিবে। এর ফলে দেশ থেকে বেকারত্বের হার করে আসবে। সকলে স্বনির্ভর হয়ে উঠবে।
পরে অনুষ্ঠানের সভাপতি আইইডি ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস এই আয়োজনের লক্ষ ও উদ্যোশ বলে সমাপ্ত করেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি