নির্বাচন ভন্ডুল করতে আসলে, পরিণতি অত্যন্ত ভয়াবহ : নৌ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী নির্বাচন যদি কেউ ভন্ডুল করতে চায়, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেছেন- আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে।’
আজ সোমবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে ‘২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার শান্তি সমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার’ প্রতিবাদে দিনাজপুর জেলা শাখা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে মোকাবিলা করার শক্তি বিএনপির নেই। কাজেই আগুন নিয়ে খেলবেন না। ওই হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে।’
তিনি বলেন, ‘আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না।’
অনুষ্ঠানে অন্যনের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ওপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ’।
সূত্র : বাসস
প্রসঙ্গনিউজবিডি/জে.সি