মুক্তিদাতা হাই স্কুলে বঙ্গবন্ধুর প্রয়ান দিবস পালন

- আপডেট সময় : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রচনা,কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগস্ট নগরীর বাগানপাড়া মুক্তিদাতা হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালন হয় । যেখানে প্রথমেই জাতীয় সংগীত ও অর্ধনমিত পতাকা উত্তোলনের মাধমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা।
শুরুতেই নৃত্যের মাধমে অতিথিদের ব্যাচ, ফুল ও উত্তরীয় পরিয়ে দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুরু হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীর উপ প্রধান সংরক্ষণ কর্মকর্তা জনাব আব্দুল কুদ্দুস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিদাতা হাই স্কুলের সভাপতি ও ভিকার জেনারেল ফা: ফাবিয়ান মারান্ডি, মুনসিনিয়র ফা: মার্সেল তপ্ন।
বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা । যার স্বপ্ন ছিল স্বাধিন রাষ্ট্র । যার এক ডাকে সমগ্র বাংগালী জাতি প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে আজকের এই বাংলাদেশ । তার অনুপ্রেরণা আমাদের সকলেন অন্তরে যেন থাকে আর তার দেখানো পথ স্বাধীর রাষ্ট্রে যেন কোন বৈষম্য না থাকে বলে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্র ছাত্রীদের দিবসকে ঘিরে যে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল তার পুরস্কার বিতরণের মাধমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি