বানেশ্বরে ভার্ক সংস্থার জাতীয় শোক দিবস পালন

- আপডেট সময় : ০৪:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
পুঠিয়া প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নামের একটি সংস্থার বানেশ্বর শাখা।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) বানেশ্বর এরিয়ার বানেশ্বর শাখার পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ও শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালি মধ্যে দিয়ে (ভার্ক) কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় ভার্ক সংস্থার বানেশ্বর এরিয়া সহকারী পরিচালক আঃ গাফফার খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোঃ দুলাল, এছাড়াও ভার্ক সংস্থার বানেশ্বর ব্যবস্থাপক আব্দুল হান্নান, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মো: মাজেদুল ইসলাম মো: বাবুল আক্তারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে ভার্ক শিক্ষা সহায়তা কেন্দ্রে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন, বাচ্চাদের পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।
বৃক্ষরোপনের অংশ হিসেবে উপকার ভোগী সদস্যের মাঝে গাছের চাঁরা বিতরন শেষে ১৫ই আগস্ট সকল শহিদের আত্মার মাগফেরাত জন্য দোয়া ও মাহাফিল করা হয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি