ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান রাবিতে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ উদযাপন উপলক্ষে গরু খাসি নিয়ে বিজয় মিছিল করেছে জিয়া হলের শিক্ষার্থীরা রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা ; ৪দফা দাবিতে অবস্থান কর্মসূচি রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্রাম্প ঢাবি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ১৪ প্রস্তাব ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ অনুষ্ঠিত  রামেবি ভিসির নিয়োগে নার্সিং শিক্ষার্থীদের আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা-সাক্ষাৎ

গ্রাম প্রধান নির্বাচনে হ্যাট্রিক করলেন নিরেন মিনজ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


আজ ৩আগষ্ট বৃহষ্পতিবার রাজশাহী মহানগরীর মোল্লাপড়া, পশ্চিমটালিপাড়া গ্রামের মন্ডল/গ্রাম প্রধান নির্বাচন অনুষ্ঠিত হলো। যেখানে এই পদে মোট তিন জন প্রতিনিধি প্রতিদন্দিতা করে। কাপ পিরিচ মার্কায় প্রতিদন্দিতা করেন নিরেন মিনজ, গোলাপ ফুল মার্কায় মন্টু হেম্ব্রম ও জগ মার্কায় প্রতিদন্দিতা করেন জাকমেন সরেন।

উক্ত নির্বাচনে প্রচলিত বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় । যেখানে গ্রামের মোট ২০১ জন ভোটার তালিকার মধ্যে ১৭১টি ভোট কাস্ট হয়। একই সাথে ৪টি ভোট বাতিল হয় ও বাকি ২৬টি ভোট অনুপস্থিত হিসেবে গণ্য হয়।

নির্বাচন প্রক্রিয়া বৃহষ্পতিবার গ্রামের ক্লাবঘরে সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত্রি ১০টা পর্যন্ত চলে। যেখানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অনিল হেম্ব্রম।

ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার, পুলিং এজেন্ট ও নির্বাচন সহায়তাকারীদের নিয়ে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর পরেই ভোট গননা শেষে রাত্রি ১১টায় ফলাফল ঘোষণা করেন। ঘোষণার পূর্বে ভারপ্রাপ্ত গ্রাম প্রধান সিরিল মুুুর্মু বলেন, ভোট খুুব সুন্দর ও সচ্চ হয়েছে। গ্রামের প্রায় অধিকাংশ জনগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। তবে অনেকেই ভোট দেন না। প্রত্যেকেরে ভোট দেয়ার অধিকার রয়েছে। তাই সকলে আগামীতে অংশগ্রহণ করবেন । তাহলে হয়তো আপনার মাধ্যমে গ্রামের একজন যোগ্য প্রার্থী প্রধান হিসেবে নির্বাচিত হবেন।

এরপরেই প্রতিদন্দি ৩জন তাদের অনুভূমি প্রকাশে বলেন, আমাদের মধ্যে যেই ভোটে জিতুক না কেন সকলেই আমরা তাকে সন্মান করবো ও তার কথা মেনে গ্রাম উন্নয়নে ভূমিকা রাখবো।

পরবর্তীতে নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, এই নির্বাচন মূলত একটি সচ্ছ নির্বাচন । কারন এখানে কোন কারচুপির সুযোগ নেই। বেলটের মাধ্যমে সকলে ভোট দিয়েছে তার পছন্দ মতো প্রার্থিকে দিয়েছে। আশা করি আগামীতেও এমন ভাবে সুষ্ঠ ও সচ্ছ নির্বাচন হবে ও জনগণ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে গ্রাম উন্নয়নে সহযোগিতা করবে। একই সাথে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। যেখানে গত দুই বারের গ্রাম প্রধান নিরেন মিনজ তৃতীয় বারের মতো ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি দুজনের মধ্যে জ্যাকমেন সরেন জগ মার্কায় ৬০ ভোট ও মন্টু হেম্ব্রম ৩২ ভোট পেয়েছে।

সবশেষে হ্যাট্রিক প্রাপ্ত গ্রাম প্রধান নিরেন মিনজ বলেন, আমি গত দুই বার সকলের ভালোবাসায় গ্রাম প্রধান হয়ে ছিলাম। এবার আবাও আপনার আপনাদের ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন। এভাবেই সকলে আমার পাশে থাকবেন ও গ্রাম উন্নয়নে সার্বিক ভাবে সহযোগিতা করবেন। যেন সকলের প্রচেষ্ঠায় পশ্চিম টালিপাড়া গ্রামকে একটি মডেল গ্রামে রুপ দিতে পারি।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রাম প্রধান নির্বাচনে হ্যাট্রিক করলেন নিরেন মিনজ

আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক:


আজ ৩আগষ্ট বৃহষ্পতিবার রাজশাহী মহানগরীর মোল্লাপড়া, পশ্চিমটালিপাড়া গ্রামের মন্ডল/গ্রাম প্রধান নির্বাচন অনুষ্ঠিত হলো। যেখানে এই পদে মোট তিন জন প্রতিনিধি প্রতিদন্দিতা করে। কাপ পিরিচ মার্কায় প্রতিদন্দিতা করেন নিরেন মিনজ, গোলাপ ফুল মার্কায় মন্টু হেম্ব্রম ও জগ মার্কায় প্রতিদন্দিতা করেন জাকমেন সরেন।

উক্ত নির্বাচনে প্রচলিত বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় । যেখানে গ্রামের মোট ২০১ জন ভোটার তালিকার মধ্যে ১৭১টি ভোট কাস্ট হয়। একই সাথে ৪টি ভোট বাতিল হয় ও বাকি ২৬টি ভোট অনুপস্থিত হিসেবে গণ্য হয়।

নির্বাচন প্রক্রিয়া বৃহষ্পতিবার গ্রামের ক্লাবঘরে সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত্রি ১০টা পর্যন্ত চলে। যেখানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অনিল হেম্ব্রম।

ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার, পুলিং এজেন্ট ও নির্বাচন সহায়তাকারীদের নিয়ে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর পরেই ভোট গননা শেষে রাত্রি ১১টায় ফলাফল ঘোষণা করেন। ঘোষণার পূর্বে ভারপ্রাপ্ত গ্রাম প্রধান সিরিল মুুুর্মু বলেন, ভোট খুুব সুন্দর ও সচ্চ হয়েছে। গ্রামের প্রায় অধিকাংশ জনগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। তবে অনেকেই ভোট দেন না। প্রত্যেকেরে ভোট দেয়ার অধিকার রয়েছে। তাই সকলে আগামীতে অংশগ্রহণ করবেন । তাহলে হয়তো আপনার মাধ্যমে গ্রামের একজন যোগ্য প্রার্থী প্রধান হিসেবে নির্বাচিত হবেন।

এরপরেই প্রতিদন্দি ৩জন তাদের অনুভূমি প্রকাশে বলেন, আমাদের মধ্যে যেই ভোটে জিতুক না কেন সকলেই আমরা তাকে সন্মান করবো ও তার কথা মেনে গ্রাম উন্নয়নে ভূমিকা রাখবো।

পরবর্তীতে নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, এই নির্বাচন মূলত একটি সচ্ছ নির্বাচন । কারন এখানে কোন কারচুপির সুযোগ নেই। বেলটের মাধ্যমে সকলে ভোট দিয়েছে তার পছন্দ মতো প্রার্থিকে দিয়েছে। আশা করি আগামীতেও এমন ভাবে সুষ্ঠ ও সচ্ছ নির্বাচন হবে ও জনগণ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে গ্রাম উন্নয়নে সহযোগিতা করবে। একই সাথে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। যেখানে গত দুই বারের গ্রাম প্রধান নিরেন মিনজ তৃতীয় বারের মতো ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি দুজনের মধ্যে জ্যাকমেন সরেন জগ মার্কায় ৬০ ভোট ও মন্টু হেম্ব্রম ৩২ ভোট পেয়েছে।

সবশেষে হ্যাট্রিক প্রাপ্ত গ্রাম প্রধান নিরেন মিনজ বলেন, আমি গত দুই বার সকলের ভালোবাসায় গ্রাম প্রধান হয়ে ছিলাম। এবার আবাও আপনার আপনাদের ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন। এভাবেই সকলে আমার পাশে থাকবেন ও গ্রাম উন্নয়নে সার্বিক ভাবে সহযোগিতা করবেন। যেন সকলের প্রচেষ্ঠায় পশ্চিম টালিপাড়া গ্রামকে একটি মডেল গ্রামে রুপ দিতে পারি।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি