দেশি-বিদেশি চক্রান্ত মোকাবেলা করে যথা সময়েই নির্বাচন হবে: ইনু
- আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা।
এর বাইরে যারা সরকার উৎখাত এবং সংবিধান অদল-বদলের কথা বলে তারা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে। সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।
শনিবার বেলা ১১ টায় কুষ্টিয়া সার্কিস হাউজে জাতীয় আইনজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ এবং জাতীয় আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি