পুঠিয়ায় দ্রুত বাইক চালাতে গিয়ে দুই পা ভাঙ্গলো যুবকের
- আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
পুঠিয়া (রাজশাহী)প্রতিদিন:
পুঠিয়ায় দ্রুত বাইক চালাতে গিয়ে হৃদয় (১৮) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে গেছে। বুধবার (০৫ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটায় পুঠিয়া নন্দনগাছি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হৃদয় উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমালিয়া এলাকার আলম আলীর ছেলে।
এলাবাসী সূত্রে জানাগেছে, হৃদয় তার ব্যবহৃত বাইকটি নিয়ে পুঠিয়া-নন্দনগাছি সড়ক দিয়ে চারঘাট উপজেলার নন্দনগাছি যাচ্ছিলো। নন্দনগাছি যাওয়ার সময় হৃদয় তার বাইকটি দ্রুত চালাচ্ছিলো। এসময় সড়কটির কুনাবাড়ি বিলের কাছে বিপরীতগামী একটি ভ্যানের সাথে হৃদয়ের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাইক থেকে হৃদয় ছিটকে সড়কের পাশে পড়ে। এসময় তার দুই পা ভেঙ্গে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী হৃদয়কে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি